চকলেট ব্রাউনি | Bangla Chocolate Brownie Cake Recipe

বাচ্চাদেরকে টিফিনে কি দেয়া যায়, বা বিকেলের নাশতায় কি দেয়া যায়, সে নিয়ে চিন্তার অন্ত নেই। আর ঘরে যদি একটা চকলেট ব্রাউনি তৈরী করা থাকে, তাহলে মায়েদের আর টেনশন নেই। অন্তত সাত দিনের জন্য তো টেনশন ফ্রি থাকা যাবে। অন্যান্য কেক তৈরী করার চাইতে ঝামেলা একটু বেশী হলেও বাচ্চারা অন্য সব কেক থেকে ব্রাউনিটাই বেশী পছন্দ করে। অন্তত আমার বাচ্চাতো ব্রাউনি পেলে আর কিছুই চায়না।

তৈরী করতে লেগেছে
- চকলেট চিপস ২০০ গ্রাম
- ময়দা ১ কাপ
- আইসিং সুগার ১ কাপ : https://youtu.be/KKwsrMpoUz0
- বাটার ২০০ গ্রাম
- ডিম ৫ টি
- ভ্যানিলা এসেন্স ১ চা চামুচ
- বেকিং পাউডার ০.৫ চা চামুচ

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1560 ঠিকানায়।