মটরশুঁটি সংরক্ষণ

মাটরশুঁটি খেতে কার না ভালো লাগে! কিন্তু এই মটরশুঁটি সারা বাছর পাওয়াটা কষ্টকর। তাই এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখে খাওয়া যায়।

সংরক্ষণের জন্য লাগবে
- ছেলার পরে প্রতি কেজি মটরশুঁটির জন্য ১ চা চামুচ চিনি

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1546 ঠিকানায়।