ভালোবাইসা সবই ফেরত দিবো তোমারে | Habib Wahid | Pritom Hasan | Eid ityadi 2025 Episode

হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের মধ্যকার সম্পর্ক বরাবরই উষ্ণ। দুজনকে বলা হয় বাংলা সংগীতের শেষ দুই প্রজন্মের অন্যতম কর্তা। যারা দেশিয় সংগীতে বদল এনেছেন বৈশ্বিক মাপে। এবার সেই দুজন এক হলেন ২০২৫ সালে প্রচারিত ‘ইত্যাদি’র মঞ্চে, ঈদের বিশেষ আয়োজনে। এই প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীত তারকা। বলা দরকার, লম্বা সময় ধরে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসঙ্গে কাজ করেছেন। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনও গান করেননি।

Eid ityadi 2025 Episode: https://youtu.be/vj2lX5vb9Fo

___________________________________________________