জঙ্গলে দাফনে দেখভালের খরচ লাগে না

জার্মানিতে কারো মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়ার আগ অবধি মরদেহ পর্দার আড়ালেই রাখা হয়৷ এক্ষেত্রে নিয়ম-কানুন রাজ্যভেদে ভিন্ন হতে পারে, যেমন মুসলমানদের ক্ষেত্রে মরদেহ কফিনে করে সমাহিত করা হয়৷ কখনো কখনো মরদেহ পোড়ানোও হয়৷ সাধারণত মরদেহ কালো গ্লাসে ঢাকা গাড়িতে করে শেষকৃত্য স্থলে নিয়ে যাওয়া হয়৷ তবে জার্মানিতে এক্ষেত্রে ভিন্নতাও আসছে৷ জনপ্রিয় হচ্ছে সাইকেলে শেষ যাত্রা আর জঙ্গলে দাফন৷

#জঙ্গল #শেষস্মৃতি #জার্মানি

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali