সাতক্ষীরায় দর্শকপর্বে বাঘের গর্জন | ইত্যাদি সাতক্ষীরা সুন্দরবন পর্ব ২০১৭

বাংলায় সুন্দরবন-এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরবন বলতেই প্রথমেই যে চিত্রটি ভেসে ওঠে-তা হলো রয়েল বেঙ্গল টাইগার। আর সাতক্ষীরার একটি জনগোষ্ঠীর নাম ‘মুন্ডা’। যাদের রয়েছে বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্য। তার মধ্যে ‘মুন্ডা নৃত্য’ অন্যতম। এসব নিয়েই সাজানো হয় ২০১৭ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত দর্শক পর্ব। যেখানে দর্শকদের কণ্ঠে বাঘের গর্জন, সুন্দরবন নিয়ে বাক্যের ব্যাকরণ এবং মুন্ডা নৃত্যের অনুকরণের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

Ityadi Sundarbans episode 2017: https://youtu.be/4XT1lzz9St4

___________________________________
Enjoy & stay connected with us!