সমকামিদের অধিকার আন্দোলনে সহায়তা করছে যে গ্রাম

হাঙ্গেরি সরকার কয়েকবছর আগে স্কুলে সমকামিতা বিষয়ে পড়ানো নিষিদ্ধ এবং এ সংক্রান্ত সাহিত্য সৃষ্টি কঠিন করে আইন পাস করেছে৷ কিন্তু তারপর রংধনু রংয়ে হার্ট আঁকা টি-শার্টের বিক্রি বেড়েছে দেশটিতে৷ দেশটির এক গ্রামের নানি-দাদিদের এমব্রয়ডার করা বিভিন্ন পোশাক এলজিবিটিকিউদের অধিকার আন্দোলনে ভূমিকা রাখছে৷

#সমকামিতা #অধিকার #ডয়চেভেলে

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali