সেদ্ধ ডিমের ভর্তা | Bangladeshi Seddho Dim Vorta Recipe | Anda

ব্যাচেলারদের জন্য আমরা সবসময়ই আমাদের চ্যানেলে সহজ এবং বৈচিত্রময় রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। খুব কম সময়ে তৈরী করা যায় এই সেদ্ধ ডিমের ভর্তার রেসিপিটি নিয়ে এসেছি আমাদের ব্যাচেলার দর্শকদের জন্য। বুয়ার হাতের একঘেয়ে রান্না খেতে খেতে যারা ক্লান্ত, তাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে আশা করছি।

তৈরী করতে যা যা লাগছে...
- ডিম ২ টি
- শুকনো মরিচ ৪/৫ টি
- ০.৫ কাপ পেঁয়াজ কুচি
- ১ টেবিল চামুচ সরিষার তেল
- ০.৫ চা চামুচ লবণ
- ১ টেবিল চামুচ ধনে পাতা কুচি

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1474 ঠিকানায়।