ইজি বাইকে স্কার্ফ দুর্ঘটনা | ইত্যাদি সাতক্ষীরা সুন্দরবন পর্ব ২০১৭

ইজি বাইক। দেশের প্রায় সব জেলা ও উপজেলা শহরসহ রাজধানী ঢাকার প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গাতেই চলছে এই ব্যাটারি চালিত যানটি। তবে বর্তমানে এটি নারী যাত্রীদের কাছে এক আতংকের নাম। কেননা নকশা ও নির্মাণ ক্রটির কারণে প্রতিনিয়ত এই বাহনের নারী যাত্রীরা ওড়না কিংবা কাপড় পেঁচিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে নিভৃতে অচল হয়ে পড়ছে বহু নারীর জীবন। এ ব্যাপারে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির সাতক্ষীরা সুন্দরবন পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Sundarbans episode 2017: https://youtu.be/4XT1lzz9St4

___________________________________
Enjoy & stay connected with us!