বাটার মিল্ক | Bangla Butter Milk Recipe

রান্নার কাজে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় বাটার মিল্ক। বিদেশের বাজারে সহজে কিনতে পাওয়া গেলেও আমাদের দেশে বাটার মিল্ক সহজে উপলব্ধ না। তাই সবচাইতে ভালো উপায় হলো ঘরেই বাটার মিল্ক তৈরী করে ফেলা। দেখে নিন খুব সহজে বাটার মিল্ক তৈরী করার উপায়।