ইত্যাদির ক্যামেরায় টাঙ্গুয়ার হাওরে আধুনিক ভ্রমণ বোট | ইত্যাদি ঠাকুরগাঁও পর্ব - জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে প্রতিবছর যেসব পর্যটক ঘুরতে আসেন, তার বেশির ভাগই তাহিরপুর উপজেলার টেকেরঘাটে। বর্তমানে টেকেরঘাটের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে ভিড় জমান দেশ-বিদেশের অনেক পর্যটক। টাঙ্গুয়ার হাওর পাড়ি দেয়া ছাড়াও এখানে রয়েছে শহীদ সিরাজ লেক, বারেকের টিলা, শিমুল বাগান, যাদুকাটা নদীসহ অনেক দর্শনীয় স্থান। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে এখানে ভ্রমণের জন্য এখন মিলছে নানা সুযোগ-সুবিধা, যা ভ্রমণকে করেছে সহজ ও আরামদায়ক। অথচ ২০১৮ সালে যখন তাহেরপুর উপজেলার টেকেরঘাটের শহীদ সিরাজ লেকের সামনে ইত্যাদি ধারণ করা হয় তখন এখানে মোটর সাইকেল ছাড়া তেমন কোন বাহনই ছিলো না। ইত্যাদি প্রচারের পর কিভাবে রাতারাতি একটি দুর্গম অঞ্চল জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হলো সেটা নিয়েই ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রচারিত ইত্যাদির ঠাকুরগাঁও পর্বে একটি প্রতিবেদন করা হয়।

Ityadi Thakurgaon Episode 2025 : https://youtu.be/Tm2KTKuh-OI

___________________________________
Enjoy & stay connected with us!