সাতক্ষীরার মঞ্চে মাঠের বাঘ ও বনের বাঘ নিয়ে নানি-নাতি পর্ব | ইত্যাদি সাতক্ষীরা সুন্দরবন পর্ব ২০১৭

লোককথা আছে-‘বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।’ এই মনের বাঘ-বনের বাঘ ছাড়াও আর এক ধরণের বাঘের দেখা মেলে আমাদের দেশে। আর সেটা হলো মাঠের বাঘ। মানে ক্রিকেটের বাঘ। আমাদের টাইগার বাহিনী। আমরা জানি, নানি-নাতি যখন যথাকার, তখনই সেখানকার নানান বিষয় নিয়ে কথাকার। এদের মনের মিল থাকলেও মতের মিল নেই। চলুন দেখি সাতক্ষীরা এসে এই বাঘ নিয়ে তাদের কার কী মত। নানি-নাতির এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০১৭ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির সাতক্ষীরা সুন্দরবন পর্বে।

Ityadi Sundarbans episode 2017: https://youtu.be/4XT1lzz9St4

___________________________________
Enjoy & stay connected with us!