নৃত্যজুটি শিবলী-নিপা, সোহেল ও একদল নৃত্যশিল্পী | ঈদ ইত্যাদি ১৯৯৮ পর্ব

দেশের জনপ্রিয় নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। নৃত্যনৈপুণ্যে যারা জিতে নিয়েছেন কোটি দর্শকের মন। দেশের খ্যাতিমান এই নৃত্যজুটি, নৃত্যশিল্পী সোহেল রহমান এবং শতাধিক নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে ১৯৯৮ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে পরিবেশন করেন একটি ভিন্নধর্মী নাচ। নাচটি মঞ্চে এবং মঞ্চের বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!