জালাল উদ্দিন খাঁ - মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে (পালকি আহমাদ)

ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে,
যদি কারো ভাল লাগেরে
মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে।।

ভাবের কথা বলতে গেলে
না আছে তার শেষ
যে ভাব পুত্র কণ্যার মাঝে থাকে
হইয়া নিরুদ্দেশ।।
ছাইরা দে তোর মাওলানার বেশ
মাতাল বৈতাল সাঁঝ আগে।।

ভাবের কথা যে না বুঝে
তার কপালে ছালি
স্থান বিশেষে মাখলে কাজল
তারে বলে কালি।।
কবি জালালে কয় গুদাম খালি
ভাঙ্গা ঘরে শেয়াল ডাকে।।

ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে,
যদি কারো ভাল লাগেরে
মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে।।