জালাল উদ্দিন খাঁ - দরবেশ তুমি আল্লাহ খোঁজ, ঋষি খোঁজ ভগবান (সুনিল কর্মকার)

দরবেশ তুমি আল্লাহ খোঁজ
ঋষি খোঁজ ভগবান
হয় না দেখছি কারো সাধ্য
করিতে তার অনুসন্ধান
ছিঁড়া ক্যাথা লেংটি ঝাঁটা
অষ্ট অঙ্গে দীর্ঘ ফোঁটা।
মিছে সব ফন্দি আটা
সার করিল বন শ্মশান।
ভগবান সে নয় জানোয়ার
কি দেখা পাবে গো তার
পাইলে পাইবে স্বরূপ সাকার
যে রূপ আছে বর্তমান।