সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেমতীর্থে মুড়ায়ে মাথাগুরু কল্পতরু জড়িয়ে ধর, ওগো আমার ভক্তিলতা।।
বিশ্বাসের আকড়া দিয়ে, পাকড়াইয়ে ধর তারে,কুবাতাসের ঝাকড়া পড়ে, ভাঙ্গে না যে লতার মাথা।।
চৌদিকে দাও সত্য বেড়া, ফিরবে তাতে ছাগল ভেড়া,জল ঢাল তায় ঘড়া ঘড়া, ফুটিবে ফুল, মেলবে লতা।।
ফুলের গন্ধে মনের অলি মত্ত হলে শুনরে মালী,নয়ন ভরে তুমি খালি, সেই ফুলে দেখিও রাধা।।
রাধা পদ্ম ফুটলে পরে, বাজায়ে বাঁশি গুণ গুণ স্বরে,কাল-ভ্রমর আসবেই উড়ে, কালো নয় সে উজ্জ্বল সাদা।।
মনোমোহন কয় নীচের মাটি, হয় না আমার পরিপাটী,মিছামিছি কান্দাকাটি, শুকনা মাটি হয় কি কাদা।।
Related Videos





আজ ইডেন যাচ্ছ নাকি? গেলে এই ফিরোজদা-কে সঙ্গে নিয়ে যাও প্লিজ!
- Audio Story
- Mir Afsar Ali
- 2 days ago
- 02:57
আজ ইডেন যাচ্ছ নাকি? গেলে এই ফিরোজদা-কে সঙ্গে নিয়ে যাও প্লিজ!