জালাল উদ্দিন খাঁ - আমার আমার কে কয় কারে, ভাবতে গেল চিরকাল

আমার আমার, কে কয় কারে ভাবতে গেল চিরকাল,
আমি আদি আমি অন্ত-আমার নামটি রুহুজ্জামাল।।
আমারি এশকের তুফান, আমার লাগি হয় পেরেশান,
আবাদ করলাম সারে জাহান, আবুল বাশার বিন্দু জালাল।।
আমি ময় অনন্ত বিশ্ব- আমি বাতিন আমি দৃশ্য,
আমি আমার গুরুশিষ্য, ইহকাল কি পরকাল ।।
আমার লাগি আমি খাড়া, আমার স্বভাব হয় অধরা,
আমি জিতা, আমি মরা- আমার নাহি তাল-বেতাল।।
আমি লায়লা আমি মজনু, আমার ভাবনায় কাষ্ঠ তনু,
আমি ইউসুফ, মুই জোলেখা, শিরি-ফরহাদ কেঁদে বেহাল ।।
আমি রোমের মৌলানা, শামছ তাবরেজ দেওয়ানা,
‘জুমলে আলম’ মোর শাহানা, খাজা, সুলতান, শাহ-জালাল।।
আমার বান্দা কারাগারে আমিই বদ্ধ অন্ধকারে,
মনের কথা বলবনারে, কেঁদে কহে দীন জালাল।