শাহ আবদুল করিম - নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই (প্রানকৃষ্ণ)

নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
বাইও সাবধান হইয়া ।।
আল্লা নবির নাম ওরে মাঝি ভাই স্মরণ রাখিয়া ।।

তিন তক্তারই নৌকা রে মাঝি ভাই মধ্যে মধ্যে জোড়া
বিপাকে পড়িলে রে মাঝি ভাই নৌকা যাবে মারা ।।

বাতাসে চালায় ওরে নৌকা আজবও গঠন
গলুইয়ে ভরিয়া রে দিছে অমূল্যরতন ।।

শরিয়তের পাইক ওরে মাঝি ভাই মারিফতের নাও
মায়া নদীর বাকে রে নৌকা উজান বাইয়া যাও ।।

গাব-কালি লাগাইয়া রে নৌকা যত্ন করে বাও
নোনা জলে খাইলে রে তক্তা ভাইঙ্গা পড়বে নাও ।

নায়ের মাঝে আছে রে মাঝি ভাই নায়ের মহাজন
করিম বলে না চিনিলে জীবন তার বিফল ।।