মনোমোহন দত্ত (মলয়া সঙ্গীত) - আমি চাইনা বেহেস্ত, চাইনা দোজখ

আমি চাইনা বেহেস্ত, চাইনা দোজগ,
আমি চাই শুধু তোমারে ।
আমি কে তুমি কে ? তুমি কে আমি কে ?
প্রেম কর সদা অন্তরে ।

আমারে বানাইয়া কোথায় আছ তুমি,
কোথা হতে এলেম দয়াল কোথায় যাব আমি,
আমি তুমি মাঝে তফাৎ কিবা আছে
আমায় রফা করে দাও একবারে ।

চাইনা আমি পাপ পুণ্য, চাইনা আমি ভালমন্দ,
দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ,
আমায় ঘুচায়ে দাও সন্দ, হৃদয়ে আনন্দ,
দিয়ে প্রেমানন্দ ভরে ।

সদা তুমি আমায় বল দাও প্রানে,
আমি চাই তোমারে ভক্তির বন্ধনে,
আমার হৃদে বেঁধে রাখি প্রান ভরে দেখি,
অখণ্ড মণ্ডালাকারে ।।