মনোমোহন দত্ত (মলয়া সঙ্গীত) - যাবি যদি মন মায়ের কোলে

যাবি যদি মন মায়ের কোলে ।।
সরল মনে গড়ল অংশ
বেছে বেছে দে না ফেলে ।।
কাম ক্রোধ পশু গুলি মায়ের নামে দে না বলী
মন প্রান দেহ ডালি প্রিয় মধুর পথ ভুলে ।।
আমার আমার আমি বা কার
চিন্তা কর তাই অনিবার ।।
হাগ দিয়না লাগ পাবে তার
ডাক দিয় ভাই মা মা বলে ।।
মনোমোহনের মনো পাজি
আসল কাজে হয় না রাজি ।।
হাল ছাড়িয়ে দিলে মাঝি
আর কি ফেরে নাও ঢেউয়ের জলে ।।