ভাওয়াইয়া গান - আমার দেশত বড় বাঘের ভয়

আমার দেশত বড় বাঘের ভয় রে সোনারায়
বাঘে পাইলে হামলা দিবার চায় রে সোনারায় ।।

সুন্দর হরিণা দেখিয়া বাঘ পাগেলা হইছে
শিকারের লাগিয়া বাঘের হুস হারাইছে
হাতত নাইকা দুইপুন তিনপুন করি রে সোনারায়
বাঘে ধইল্লে কী করুম উপায় রে সোনারায় ।।

মনটা টুকটুকাইছে মোর চোউখ নরিছে
ঢেল্লা কাউয়াটা গাছের ডালত কেনে কান্দিছে
আশেপাশে ঘুরিয়া ফিরিয়া দেখং রে সোনারায়
বাঘে পাইলে টানিয়া নিবার চায় রে সোনারায় ।।