লালনগীতি - ইসলাম কায়েম হয় কি শরায়? (বলাই শাহ)

ইসলাম কায়েম হয় কি শরায়?
তবে কেন নূর-নবীজী রহে দেখ হেরা গুহায় ।।

না করিলাম নামাজ-রোজা আখেরেতে যদি হয় সাজা
চল্লিশ বছর নামাজ কায়জা করলেন রাসূল **ময় ।।

দায়মুক্তি হবে কিসে অহর-নিশি ভাবছি বসে
দায়েমি নামাজের দিশে লালন ফকির জানান হেসে ।।

(পঞ্চবেনা শরাজারি মৌলবিদের তম্বিভারি
নবীজী তাই সাধন করি নবী অতি পেল সধাই ।।)