সাহসী ব্যক্তিকে নিয়ে জুয়েল আইচের জাদু | ঈদ ইত্যাদি ১৯৯৮ পর্ব

জাদু একটি বিশেষ ধরণের বৈজ্ঞানিক শিল্প। বাংলাদেশে এই জাদু শিল্পে যিনি নতুন মাত্রা সংযোজন করেছেন তিনি হচ্ছেন খ্যাতিমান যাদুশিল্পী জুয়েল আইচ। জাদুশিল্পী জুয়েল আইচ তাঁর জাদুর ক্যারিশমায় সবাইকে বিস্মিত করেন। উপস্থিত অতিথি ও দর্শকের সামনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটিয়ে থাকেন। ১৯৯৮ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতেও তিনি প্রদর্শন করেছেন একটি হতবাক করা জাদু।

___________________________________
Enjoy & stay connected with us!