ম্যাচিং সমস্যায় ফলের অবদান | ঈদ ইত্যাদি ১৯৯৮ পর্ব

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানেই আপাদমস্তক নতুনত্বের ছোঁয়া। ঈদের পোশাকের সঙ্গে মিল রেখে সাজসজ্জার অন্যান্য সামগ্রী না কিনলে অনেকের আবার ঈদের সাজই জমে না। তাই ঈদে ‘ম্যাচিং’ও একটি বিষয়। এই ম্যাচিং সমস্যা সমাধানে সঠিক রঙ চিনতে এবং চিনে কিনতে এক ক্রেতা বেছে নিয়েছে এক অভিনব উপায়। সেটাই দেখুন ১৯৯৮ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশটিতে।

___________________________________
Enjoy & stay connected with us!