রাস্তা পারাপার, বিদেশ গমন ও ঈদ রেসিপি নিয়ে তিনটি মিউজিক্যাল ড্রামা | ঈদ ইত্যাদি ২০১৭ পর্ব

ঈদের বিশেষ ইত্যাদিতে দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে বিভিন্ন শিক্ষা, সচেতনতামূলক, দেশাত্মবোধ এবং জনস্বার্থ রক্ষার বিভিন্ন বার্তাসম্বলিত মিউজিক্যাল ড্রামা প্রচার করা হয় নিয়মিতই। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে তিনটি মিউজিক্যাল ড্রামা করা হয়। যার একটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম, আর একটিতে সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী ও অভিনেত্রী কুসুম শিকদার এবং অন্যটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন ও নিরব হোসেন। উল্লেখ্য এই পর্বে প্রথম বারের মত স্বকণ্ঠে গাইলেন আজিজুল হাকিম। অভিনয় শিল্পী কুসুম শিকদারও আর একটি পর্বে স্বকণ্ঠে গেয়েছেন। এই পর্বে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী প্রথম বারের মত অভিনয় করেছেন। পর্বটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

Eid ityadi 2017 Full Episode: https://youtu.be/hO-qVKnOST8

___________________________________
Enjoy & stay connected with us!