নানা নাতির নাম বিভ্রাট | ঈদ ইত্যাদি ১৯৯৮ পর্ব

ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। এই দিন সকলে পুরনো সব কলহ-বিবাদ ভুলে যায়। তবে নানা নাতির দ্বন্দ্ব কখনোই বন্ধ হবার নয়। দ্বন্দ্ব বিবাদ খারাপ- তবে নানা-নাতির এই দ্বন্দ্ব কিন্তু মন্দ লাগেনা। ইত্যাদির নিয়মিত আয়োজন নানা নাতির এই পর্বটি প্রচারিত হয় ১৯৯৮ সালের ঈদের বিশেষ ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!