চান মিয়াঁ - রজনী হইস না অবসান (বারি সিদ্দিকি)

রজনী হইস না অবসান
আজ নিশিতে আসতে পারে, বন্ধু কালাচাঁন।।
কত নিশি পোহাইলো,
মনের আশা মনে রইলো রে।।
কেন বন্ধু আসিলোনা, জুড়ায়না পরান।।
বাসর সাজাই আসার আশে,
আসবে বন্ধু নিশি শেষে গো ।।
দারুন পিরিতেরও বিষে ধরিল উজান।।
মেঘে ঢাকা আঁধার রাতে,
কেমনে থাকি একা ঘরে ।।
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান।