ধার শোধ না দেয়ার অদ্ভুত যুক্তি | ঈদ ইত্যাদি ১৯৯৮ পর্ব

কথায় আছে, ‘যুক্তি থাকলে মুক্তি মেলে’। তবে ধার পরিশোধের দায় থেকে মুক্তির জন্য ১৯৯৮ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশটিতে এই ব্যক্তি যে যুক্তি দাঁড় করালেন তা অত্যুক্তি মনে হলেও একেবারে অযৌক্তিকও নয়। আসলে কোনটা কথার আসল অর্থ আর কোনটা রূপক অর্থ-এসবের গরমিলের কারণে আমাদের প্রায়ই বিড়ম্বনায় পরতে হয়।

___________________________________
Enjoy & stay connected with us!