ইত্যাদির ক্যামেরায় সুচিত্রা সেনের বাড়ি ও সহপাঠীর কথা | ইত্যাদি পাবনা পর্ব ২০১৭

সুচিত্রা সেন। পারিবারিক নাম রমাদাস গুপ্ত। বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নায়িকা। যার জন্ম বাংলাদেশের পাবনা জেলায়। পাবনার ইছামতির হাওয়ায় শৈশব-কৈশোর পার করেছেন তিনি। পাবনা শহরের গোপালপুর মহল্লার হিমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়ির উঠোনের রোদেই খেলাধুলা করেছেন। যেটি এখন ‘কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা’, ইত্যাদির ক্যামেরায় এ বাড়ির সামনের বিশাল আঙিনায় বসে সেসব দিনের স্মৃতিচারণ করলেন সুচিত্রা সেনের এক সময়ের ঘনিষ্ঠ স্কুলবান্ধবী সারা আহমেদ শেফালি। পাবনায় সুচিত্রা সেনের স্মৃতিময় স্থানগুলো নিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদির পাবনা পর্বে সুচিত্রা সেনের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Pabna episode: https://youtu.be/b5mzNJiJsCI

___________________________________
Enjoy & stay connected with us!