চিঠিপত্রে যন্ত্রসংগীত ও হাঁড়ির খেলা | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

ইংরেজিতে একটি কথা আছে - Practice makes a man perfect অর্থাৎ নিয়মিত চর্চাই মানুষকে দক্ষ করে। সেই দক্ষ হবার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের একজন ব্যক্তি দীর্ঘদিন সাধনা করে আয়ত্ত করেছেন বেশকিছু ক্রীড়াকৌশল-তাকে দেখানো ছাড়াও ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির চিঠিপত্র বিভাগে আরো ছিল বিচিত্র যন্ত্রসংগীত।

___________________________________
Enjoy & stay connected with us!