আস্কর আলী পণ্ডিত - ডাইলেতে লড়ি চড়ি বইয়ো (তপন চৌধুরী)

আসকর আলী পন্ডিত (১৮৫৫–মার্চ ১১, ১৮৯২) একজন লোককবি, প্রাচীন পুঁথি রচয়িতা, গীতিকার এবং লোকশিল্পী। আনুমানিক ১৮৫৫ সালে (মতান্তরে ১৮৪৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামে আসকর আলী পন্ডিত জন্মগ্রহণ করেন। আসকর আলী পন্ডিত অসংখ্য মরমী গানের রচিয়তা। কি দুঃখ দি গেলা মোরে এবং ডাইলেতে লড়ি চড়ি বইও তার লেখা গানের মধ্যে অন্যতম। আসকর আলী পন্ডিত মার্চ ১১, ১৮৯২ সালে মৃত্যু বরণ করেন।