মাছ বিষয়ক অযথা কথা | ইত্যাদি অক্টোবর ১৯৯৭ পর্ব

প্রবাদ আছে, ‘কম চিন্তাশীল ব্যক্তিরাই অধিক কথা বলেন’। তাই অযথা কথা না বলে কম কথা বলা উচিত, যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তেমনি প্রশ্ন করারও একটা প্রকৃত প্রকার প্রকরণ থাকা প্রয়োজন নইলে অহেতুক প্রশ্নবান পেরেশান করবেই। এসব বিষয়ের উপরেই ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে কয়েকটি খণ্ড নাট্যাংশ করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!