ক্বারী আমির উদ্দিন - গাওরে আশিকান, আল্লাহ্‌ রাসুলের গুনগান

হাজার দুরুদ হাজার সালাম, যার খাতিরে দো'জাহান,
আল্লাহ্‌ রাসুলের গুনগান,
গাওরে আশিকান, আল্লাহ্‌ রাসুলের গুনগান।।

আটারো হাজারো জাতি, মানুষ সকলের সেরা,
মানুষেতে আমানতে আছে, আল্লার ইশারা,
দম শুকিলে যাবে মারা, যার কথা ভূলিয়ারের যান।

ওরে বান্দা লাগছে ধান্দা, করলাইনা আল্লার ফিকির,
বৃক্ষ-রাজী তরু-লতা, যেই নামে করে জিকির,
সৃষ্টি যত সব মুসাফির, সাক্ষ্যি দিয়েছে খোদা।

কলবে ধ্যায়ান রাখো, রব'কে ডাকো ইল্লাল্লাহ্‌,
আল্লাহু আল্লাহু বলে, হইয়িয়া ফানাফিল্লাহ,
আমির উদ্দিন রাহেলিল্লাহ, ওই নামে'তে জান কোরবান।।

আল্লাহ্‌ রাসুলের গুনগান, গাওরে আশিকান, আল্লাহ্‌ রাসুলের গুনগান৷৷