শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্ব ও অসহায় নূর ইসলামের পরিবারের পাশে ইত্যাদি | ইত্যাদি শেরপুর পর্ব - ২০২৪

শেরপুরের সীমান্তে হাতি ও মানুষের দ্বন্দ্ব ও অসহায় নূর ইসলামের পরিবারের পাশে ইত্যাদি | ইত্যাদি শেরপুর পর্ব - সেপ্টেম্বর ২০২৪

ক্ষুধার তাড়নায় দিশাহারা হয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে বন্য হাতির পাল। অন্যদিকে হাতির আক্রমণ থেকে কষ্টের ফসল আর জানমাল বাঁচাতে মরিয়া স্থানীয়রা। তখনই শুরু হয় হাতির সঙ্গে মানুষের যুদ্ধ। ফলে কখনও প্রাণ যায় মানুষের, কখনওবা প্রাণ যায় হাতির। শেরপুরের সীমান্তঘেঁষা নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড় বেষ্টিত এলাকাগুলোতে যুগের পর যুগ ধরে হাতির সঙ্গে লড়াই করে আসছে স্থানীয় মানুষ। এ থেকে উত্তরণের উপায় খুঁজতেই ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত ইত্যাদির শেরপুর পর্বে একটি সরেজমিন অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। প্রতিবেদনের শেষে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়া দিনমজুর নূর ইসলামের পরিবারকে বনবিভাগ ও ইত্যাদির পক্ষ থেকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!