রূপচাঁদা মাছ ফ্রাই | Bangladeshi Rupchada Mach Fry Recipe | Vaja

আমার মাছের রেসিপি কম বলে আমার অনেক দর্শক অভিযোগ করেন। তাই আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে হাজির হলে রূপচাঁদা মাছ ফ্রাই। আমি আশা করছি সাধারণ দর্শকদের পাশাপাশি এই রেসিপিটি আমার ব্যাচেলার দর্শকদের অনেক কাজে দেবে।

ফ্রাই করতে লাগছে
- মাঝারি আকারের রূপচাঁদা মাছ ২ টি
- শুকনো মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
- হলুদের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- ধনে গুঁড়ি ০.৫ চা চামুচ
- লবণ ০.৫ চা চামুচ
- রসুন বাটা ০.৫ চা চামুচ
- আদা বাটা ০.৫ চা চামুচ
- রান্নার তেল ০.৫ কাপ
- পেঁয়াজ কুচি ১ কাপ
- ৫/৬ টি কাঁচা মরিচ

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1375 ঠিকানায়।