প্রচলিত - তুই যদি আমার হইতি রে (মুজিব পরদেশী)

তুই যদি আমার হইতি রে,
ও বন্ধু, আমি হইতাম তোর।
কোলেতে বসাইয়া তোরে,
করিতাম আদর রে।
তুই যদি আমার হইতি রে।

গাছের বল হয় শিকর-বাকড়,
মাছের বল হয় পানি,
তুমি আমার শীতের গো কাঁথা,
উদলা ঘরের ছানি রে।

বন্ধুর বাড়ি, আমার বাড়ি,
মধ্যে ছোট খাল,
ট্যাকা চাই না, পয়সা চাই না,
পিড়িতের কাংগাল রে।