দেশীয় বাদ্যযন্ত্র আর ফল নিয়ে অসাধারণ দর্শক পর্ব | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

একসময় আমাদের সংগীত চর্চা ও আয়োজনের বড় অংশ জুড়ে থাকত বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব বাদ্যযন্ত্র, ভিনদেশী সংস্কৃতি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। ঠিক এমনিভাবে বিভিন্ন জাতের বিদেশি ফলের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের দেশীয় ফল। দর্শকদের সঙ্গে আমাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির দর্শকপর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাদ্যযন্ত্রসহ কয়েকজন যন্ত্রশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত চারজন দর্শকের মধ্য সেরা দর্শক নির্বাচন করা হয় আমাদের দেশের কিছু মৌসুমী ফল নিয়ে করা অন্য একটি পর্বের মাধ্যমে।

___________________________________
Enjoy & stay connected with us!