ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি | ইত্যাদি খুলনা পর্ব - অক্টোবর ২০১৩

‘প্রত্যেক মৃত্যুই আমায় ছোট করে ফেলে, জিজ্ঞেস কর না, ওই দুঃখের ঘন্টাধ্বনি কার মৃত্যুর বারতা ঘোষণা করছে। তোমার জন্যই বাজছে ওই ধ্বনি।’-মৃত্যুর কিছুদিন আগে শেষ অনুষ্ঠানটিতে বিশিষ্ট উপস্থাপক ফজলে লোহানী এই কথাগুলো বলেছিলেন। জানি না ওই কথাগুলো বলে তিনি নিজের মৃত্যু বারতাই ঘোষণা করেছিলেন কিনা।
এ দেশের টেলিভিশনের প্রথম সুপার স্টার, টিভি সাংবাদিকতার জনক প্রয়াত ফজলে লোহানী ছিলেন একজন ‘আধুনিক মনের মানুষ’। সমাজের উঁচু তলা থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার কাছেই তিনি ছিলেন প্রিয়। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর ফজলে লোহানী আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছেন। আজ তার ৩৯তম মৃত্যুবার্ষিকী। অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির প্রায় প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি এই সফল মানুষটিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে।

Ityadi Khulna episode 2013: https://youtu.be/2JHXBxrTZPM

___________________________________
Enjoy & stay connected with us!