হাঁস কাহিনী ও কোটি টাকার গরু | ইত্যাদি শেরপুর পর্ব - সেপ্টেম্বর ২০২৪

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন, আগস্টে নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ-সব মিলিয়ে দেশে এখন অনেক কিছু সংস্কারের আলোচনা-কার্যক্রম চলছে, বিশেষভাবে দুর্নীতি সংক্রান্ত খবর সবার মুখে মুখে। এখন দুর্নীতি নিয়ে যারা কথা বলছেন, তাদের অনেকেই আগে এসব নিয়ে কথা বলার সাহস পেতেন না। কিন্তু ইত্যাদি ব্যতিক্রম। ইত্যাদি সবসময়ই এবং সব সরকারের সময়ই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, নির্ভীক থেকে প্রচার করে গেছে নৈতিকতার বার্তা। কখনো সরাসরি কখনো প্রতীকীরূপে। তারই বেশকিছু চিত্র দেখা গেছে ইত্যাদির ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত শেরপুর পর্বে। যার মধ্যে অন্যতম এই নাট্যাংশটি।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!