রাজ্জাক দেওয়ান - মুখে মুখে কোরান মানি, আসলে কোন শালা মানে না (স্ব-কন্ঠে)

আমরা মুখে মুখে কোরান মানি,
ধনী মানি সব-জনা,
আসলে কোন শালায় মানে না, মানে না।

কোরান মোদের ধর্মবাণী,
সুদ নিষেধ কোরানে শুনি,
এখন সুদের টাকায় সবই ধনী,
বাড়ি গাড়ি কল-কারখানা।
আসলে কোন শালায় মানে না, মানে না।

ভেজাল ছাড়া আছে কেডা,
হাজী, গাজী, মাওলানা,
আসলে কোন শালায় মানে না, মানে না।