রাজ্জাক দেওয়ান - ঘুম দিয়া কাটালি মনা চিরকাল (স্ব-কন্ঠে)

ভোগলা বাজীর ধোকায় পড়ে, বে-সুরে বাজালি তাল,
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।

যৌবন কাল গিয়াছে মিছে, করে যৌন অত্যাচার,
বুড়া কালে নামাজ পড়লে, যম বুঝি দেখেনা তার,
কেহ্ কয় মক্কা যাইতে, বেশী সময় নাই হাতে,
মাত্র দুই দিন তাবলিগেতে, কলেমা পড়ে নাজেহাল।
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।

টুপি জুব্বা লম্বা দাড়ি, রাখিয়া মুসলমানী,
বনের পশু জবাই করে, নাম ফালালি কুরবানি,
ছিলো কোরানের বচন, দিও প্রান প্রিয় ধন,
গরু কি তোর এতই আপন, যে রক্তে হইলি লাল।
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।

বড় গরু জবাই করে, বিয়াই বাড়ি দিলি রান
এক টুকরা মাংসের লাগি, কান্দে গরীব পোলাপান,
ঐ মাংস ফ্রিজে থুইয়া, খাইলি বছর ভরিয়া,
গেছে পাপে পাপে বোঝাই হইয়া, মরা গাছের শুকনা ডাল।
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।

রসে-বাতে শর্দি-কাশে, ধরে গেছে হাঁপানী,
জীবন খাতার শূন্য পাতায়, লাইগাছে টানাটানি,
দিয়া ইসলামের দোহাই, শুধু বেকার গুরি খাই,
দাড়ি টানি তজবি ঝুলাই, "আল্লাহ কই?" ফুলাইয়া গাল।
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।

মাতাল রাজ্জাকে কয় সারা জীবন, লুইটা খাইলি পরের মাল,
তাই দেখিয়া পিছন হইতে, চোখ রাঙ্গাইছে মহাকাল,
জালাল/মাতাল ছেড়ে দে খেলা, আমার ডুইবাছে বেলা,
ঐ চেয়ে দেখ ঘোলা ঘোলা, দোজখের আগুন বড় লাল।
ঘুম দিয়া কাটালি মনা, চিরকাল।।