স্বামী চরিত্র বিশ্লেষণ : কার স্বামী কেমন? | ইত্যাদি শেরপুর পর্ব - সেপ্টেম্বর ২০২৪

হাতের পাঁচ আঙুল যেমন এক নয়, তেমনি সবার চরিত্রও এক নয়। একেকজন একেক ধরণের হয়ে থাকে। ফলে মানুষ চেনা দায়-এটি মিথ্যে নয়। তবে মনোবিজ্ঞানীদের মতে- চেহারা, মুখের অভিব্যক্তি দেখে কিছুটা হলেও মানুষ চেনা যায়। তবে চেহারা দেখে নয় কথা দিয়ে কিভাবে মানুষ চেনা যায়- তারই একটি নমুনা তুলে ধরে ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইত্যাদির শেরপুর পর্বে একটি নাট্যাংশ প্রচারিত হয়।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!