রাজ্জাক দেওয়ান - আমি আজও কান্দি পাখিটার লাগিয়া (স্ব-কন্ঠে)

পাখি প্রতীকে গান লিখেছেন প্রায় সকল বাউল। রাজ্জাক দেওয়ানেরও আছে ‘সুখপাখি’। সে তীরের আঘাতে যে সুখপাখি মারা গেছে, সেই সুখপাখির জন্য তিনি কান্না করেন। রাজ্জাক দেওয়ান বলেছেন যে সোনা-বন্ধুয়ার জন্য তিনি কলঙ্ক নিয়েছেন মাথায়, তবু তার দেখা না পেয়ে তিনি মাতাল হয়েছেন। তাঁর ভাষায়,

আমার সুখ পাখিটা গেছে মারা,
একটা তীরের আঘাত খাইয়া গো।

আমি আজো কান্দি পাখিটার লাগিয়া।।

কলংকিনী হইলাম সোনা বন্ধুয়ার লাগিয়া,
তবুও তার মন পাইলাম না জাতি কুল-মান দিয়া রে।

পরদেশী বন্ধু হলে জানতাম চিঠি দিয়া,
সে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়ারে।

দুই দিনের পিরিতি হলে থাকতাম বুকে চাপা দিয়া,
আমি এতদিনের ভালবাসা কেমনে যায় ভুলিয়ারে?

মাতাল রাজ্জাক কান্দে, এত গান আমি গাইলাম কার লাগিয়া?
সোনা বন্ধু বিনে বিদায় নিলাম যার গান তারে দিয়ারে।