ইত্যাদির ক্যামেরায় গজনী অবকাশ কেন্দ্র ও নৈসর্গিক শোভার মধুটিলা | ইত্যাদি শেরপুর পর্ব - ২০২৪

গারো পাহাড় ঘেরা শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে ভ্রমণকারীদের মুগ্ধ করেছে। সৌন্দর্যের এ লীলাভূমি দেশের পর্যটনশিল্পের বিকাশে বড় ভূমিকা রাখছে। ৯০ এর দশকের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসনের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতি উপজেলায় গজনী অবকাশ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এর কিছু দিন পরে বনবিভাগের তত্ত্বাবধানে নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকোপার্ক স্থাপিত হয়। ইত্যাদির ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত শেরপুর পর্বে প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই দুটি স্থানের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!