গ্রিন সস | Bangla Green Sauce Recipe | ধনে পুদিনার চাটনি | Dhone Pata Pudina Pata Chatni

খাবারের বৈচিত্র অনেকটাই নির্ভর করে সাথে কিরকম সস বা চাটনি দিয়ে খাচ্ছি। এই গ্রিন সসটা যা দিয়ে খাবেন তা দিয়েই ভালো লাগবে। আমরা সাধারণত অন্থন, ডাম্পলিং, চিতই পিঠা বা যেকোনো ভাজাভুজি পাকড়া নিয়ে আসবে দারুন বৈচিত্র।

গ্রিন সস তৈরী করতে যা যা লাগছে...
- কাঁচা মরিচ - ৫ টি
- রসুনের কোয়া - ২ টি
- ধনে পাতা - ০.৫ কাপ
- পুদিনা পাতা - ০.৫ কাপ
- লবণ - ০.২৫ চা চামুচ
- বিট লবণ - ০.২৫ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি - ০.২৫ চা চামুচ
- সাদা ভিনেগার - ০.২৫ কাপ

তৈরী করে আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1345 ঠিকানায়।