এই যুগের ডিকশনারি | ইত্যাদি পাবনা পর্ব ২০১৭

একসময় একটি জনপ্রিয় শ্লোগান ছিল-‘ছোট হয়ে আসছে পৃথিবী’, এখন অনেকে বর্তমান প্রজন্মের ভাষার দিকে ইঙ্গিত করে বলেন ‘ছোট হয়ে আসছে ভাষা’। বর্তমান তরুণ প্রজন্ম তাদের নিত্যদিনের কথোপকথন, লেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু শব্দ ব্যবহার করছেন, যার অর্থ পুরোনো প্রজন্মের পক্ষে বোঝা মুশকিল। তবে এই প্রজন্মকে বুঝতে চাইলে তাঁদের শব্দগুলোও তো বোঝা চাই। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন জনৈক ব্যক্তি। নাট্যাংশটি প্রচারিত হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদির পাবনা পর্বে।

Ityadi Pabna episode: https://youtu.be/b5mzNJiJsCI

___________________________________
Enjoy & stay connected with us!