ইত্যাদির ক্যামেরায় মহাচীনের মহাপ্রাচীর (গ্রেট ওয়াল অফ চায়না) | ইত্যাদি শেরপুর পর্ব - সেপ্টেম্বর ২০২৪

বিশালাকার দীর্ঘ প্রাচীর। যার নাম চীনের মহাপ্রাচীর। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি চীনের এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত ইত্যাদির শেরপুর পর্বে ইত্যাদির ক্যামেরায় তুলে ধরা হয় এই মহাপ্রাচীরের ইতিহাস ও নান্দনিক সৌন্দর্য। এছাড়াও এই পর্বে আরো দেখানো হয় বেইজিং এর সবচাইতে র্উঁচু ভবন চায়না টাওয়ার এবং চীনের কেন্দ্রিয় টেলিভিশনের সদর দপ্তর।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!