শেরপুরের দর্শকপর্বে অনিমেষ রায়ের নাসেক নাসেক গান ও দর্শকদের অনুবাদ পরিবেশনা | ইত্যাদি শেরপুর পর্ব

ইত্যাদি যখন যে স্থানে ধারণ করা হয় চেষ্টা করা হয় সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, অনুষ্ঠানে তাঁদের সম্পৃক্ত করার। তারই প্রতিফলন দেখা গেল ইত্যাদির ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত শেরপুর পর্বে। অনুষ্ঠানের দর্শকপর্বে বৃহত্তর ময়মনসিংহের জনপ্রিয় সংগীতশিল্পী হাজং সম্প্রদায়ের অনিমেষ রায় তাঁর বিখ্যাত ‘নাসেক নাসেক’ গানটি হাজং ভাষায় গেয়ে শোনান। তারপর নির্বাচিত দর্শকরা তাঁদের নিজস্ব সম্প্রদায়ের ভাষায় সেটি অনুবাদ করে পরিবেশন করলে অনুষ্ঠানে যোগ হয় ভিন্ন মাত্রা।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!