নিয়োগকর্তা বনাম প্রার্থীর অদ্ভুত সাক্ষাৎকার | ইত্যাদি মার্চ ১৯৯৬ পর্ব

ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শদাতারা যতই বলুক, ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর ঘুরিয়ে-পেঁচিয়ে দেয়ার চেয়ে, সোজাসুজি দিন- বাড়তি কথার দরকার নেই। কারণ তাতে চাকরি পাওয়ার চেয়ে বরং বিপত্তি বাড়ে, তবে সে কথা শুনতে বয়েই গেছে এক চাকরিপ্রার্থীর। নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করে চাকরিদাতার সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর অসাধারণ বানিয়ে উত্তর দেয়া এই চাকরিপ্রার্থীর চাকরি হলো, না গেলো- সেটাই দেখুন ১৯৯৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির এই নাট্যাংশে।

___________________________________
Enjoy & stay connected with us!