শামসুল হক চিশতি - বেহায়া মন (পূর্ণ সংস্করণ)

ও বন্ধু রে,
আমি তোরে ভালোবাসি বলে,
লোকে কয় চন্ডাল।
তুইও কাটা ঘায়ে লবন দিয়া,
খোচাইয়া তুলতেছো ছাল।
আইজ আমার ঘটিলো জঞ্জাল।

বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।

ও তুই, যতই জ্বালা দিস রে কালা, ততই বড়ে প্রেমও স্বাদ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
শোন বলি গো, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।

ও তুই, যত ব্যাথা দিয়েছিস নিঠুর,
ব্যাথার পরিবর্তে সেথা, লেগেছে মধুর।
রে আমার / রে বন্ধু, লেগেছে মধুর।

যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক বেত্রাঘাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
শোন বলি রে, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।

বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।