স্ত্রী-সন্তান যখন অবৈধ সম্পদের ঢাল | ইত্যাদি শেরপুর পর্ব - সেপ্টেম্বর ২০২৪

‘দুর্নীতিবাজ’ ব্যক্তিরা তাদের অবৈধ আয় বৈধ করতে, সম্পদের উৎস গোপন করতে ও দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে গ্রহণ করেন নানান কৌশল। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ত্রী-সন্তানদের নামে সম্পদ গড়া। যার কারণে কোন ধরণের অপকর্ম না করেও স্ত্রী-সন্তানরা জেল-জরিমানা বা সামাজিকভাবে অপদস্থ হন। এসবের আশংকায় অনেক অভিভাবকই এসব অপকর্মের দায় থেকে নিজের মেয়েকে বাঁচাতে বিয়ের আগেই নিচ্ছেন ভিন্নরকম ব্যবস্থা। এই বিষয়ের উপরেই ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রচারিত ইত্যাদির শেরপুর পর্বে একটি নাট্যাংশ প্রচার করা হয়।

Ityadi Sherpur Episode 2024: https://youtu.be/CRhY8-PM2ig

___________________________________
Enjoy & stay connected with us!